Bengoli English Arabic

প্রথম পাতা

সংক্ষিপ্ত পরিচতি

জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ, ঢাকা মহানগরীর মিরপুরে এক মনোরম পরিবেশে অবস্থিত একটি খালেছ কওমী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে দ্বীনি শিক্ষার প্রাথমিক স্তর নাজেরা বরায়ে হিফয ও মক্তব বিভাগ হতে সর্বোচ্চ শ্রেণী দাওরায়ে হাদীসসহ তাফসীর, কেরাত, ফাতওয়া-ফারায়েয গবেষণা বিভাগ পর্যন্ত শিক্ষার সু-ব্যবস্থা রয়েছে। এর সাথে সাথে যুগের চাহিদা মুতাবিক মাতৃভাষা বাংলাসহ অংক, ইংরেজী, সমাজ, বিজ্ঞান, পৌরবিজ্ঞান ইত্যাদি শিক্ষা দেয়া হচ্ছে। এছাড়া জামিয়ার অধীন “মাদানীয়া হোসাইনিয়া এতিমখানা” নামে বাংলাদেশ সরকারের সমাজ সেবা বিভাগ কর্তৃক রেজিষ্ট্রিকৃত একটি সতন্ত্র এতিমখানা রয়েছে।